বাগেরহাটে ২৪ ঘন্টায় আক্রান্ত ৩৩

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় (সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত) ১৬৬ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০৯ জন। এদের মধ্যে সুস্থ্য হয়েছেন ৫ হাজার ৮০২ জন। সরকারি-বেসরকারি হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ৭০৭ জন। এ পর্যন্ত বাগেরহাটে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩২ জন।

মঙ্গলবার (০৯ আগস্ট) বিকেলে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এসব তথ্য জানিয়েছেন।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, সর্বশেষ রিপোর্টে জেলার ১৬৬ জনের নমুনা পরীক্ষায় ৩৩ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাড়িয়েছে ১৯ দশমিক ৮৭ শতাংশ।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন