ধুনটে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। ধুনট উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার দুপুর ১২টায় ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শেখ রাসেল মিলনায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।

ধুনট উপজেলা আ.লীগের সহসভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য মুহাম্মদ আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান হাবিব, রেজাউল করিম দুলাল, শফিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ফেরদৌস আলম, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মোজাফ্ফর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন, দপ্তর সম্পাদক আফসার আলী, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন, সহপ্রচার সম্পাদক মহসিন আলম মিন্টু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গোলাম ওহাব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহাদৎ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. খোদা বক্স, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রভাষক ফরিদুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোজাহারুল আনোয়ার মুঞ্জু, সদস্য আবু হেলাল, বেলাল হোসেন, নজরুল ইসলাম, হায়দার আলী, আশরাফুল কবির বিপুল, ইমরুল কাদের সেলিম, শামীম মন্ডল, সেলিম শাহী, আনিছুর রহমান, একরামুল হক এটম, আকতার হোসেন, জিএম ফিরোজ পাশা, আল আমিন তরফদার, জমিদার শাজাহান আলী, পৌর আ.লীগ নেতা প্রভাষক রকিবুল হাসান বিদ্যুৎ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জুলফিকার আলী, কামরুজ্জামান কাজল, আব্দুল হান্নান নান্টু, গোলাম রব্বানী, মোস্তাফিজুর রহমান মন্টু, মোজাফ্ফর রহমান, জহুরুল ইসলাম বাবু, গোলাম মতুর্জা, আব্দুল কাদের, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ফেরদৌস আলম শ্যামল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন