মুজিবনগরে ২৭ বোতল ফেনসিডিলসহ ২ জন আটক

মেহেরপুরের মুজিবনগর থেকে ২৭ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২২ জুন), রাত ৯ টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর গ্রামের সদরউদ্দিনের মেয়ে মুক্তা খাতুন (৩০) ও মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে শাহীন হোসেন (৩০) নামের ২ জনকে আটক করে। মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি স্যারের নির্দেশনা মোতাবেক এস আই মুক্ত রায় চৌধুরী পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় এ এস আই মাহাতাব উদ্দীন, এ এস আই ইব্রাহীম বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ মহাজনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করতে সক্ষম হয়।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ওসি জুলফিকার আলী সত্যতা প্রকাশ করে জানান, মুক্তা ও শাহীন কে আটক করা হয়েছে। সে সময় তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল ও কোডিন ফসফেটযুক্ত মাদকদ্রব্য Welcyrex সহ একটি পাখি ভ্যান উদ্ধার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃতদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন রয়েছে বলেও তিনি জানান।

বার্তা প্রেরক
এ সিদ্দিকী শাহীন
মেহেরপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন