“মুজিব বর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা আনসার-ভিডিপি সদস্যদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। ২২ই জুন মঙ্গলবার বৃক্ষ বিতরণ অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা( ভারপ্রাপ্ত) সুকেদা বেগম, আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন সহ উপজেলার সম্মাণী ভাতা ভুক্ত সকল সদস্যগণ প্রমুখ। পরে উপজেলার ১০ টি ইউনিয়নে ২১৬ টি গ্রামে ২১৬ জন আনসার ভিডিপি সদস্যদের মাঝে ২টি করে ফলজ, বনজ ও ভেষজ চারা বিতরণ করা হয়।
উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক নৃপেন্দ্র চন্দ্র বর্মন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং সবুজ পরিবেশ তৈরিতে মাননীয় জেলা কমান্ড্যান্ট মহোদয়ের পরামর্শে আমাদের এই কার্যক্রম।
বার্তা প্রেরক
মোঃ আকিকুল ইসলাম
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি