আত্রাইয়ে ব্র্যাকের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

নওগাঁর আত্রাইয়ে ব্র্যাক সামাজিক কর্মসূচির আওতায় সোমবার দুপুরে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ১৪ নং জামগ্রাম পল্লী সমাজের উদ্যোগে ম্যান এন্ড বয়েজ ওরিয়েন্টেশন মিটিং এর আয়োজন করা হয়।পল্লী সমাজের সভাপ্রধান নাছিমা’র নেতৃত্বে ম্যান এন্ড বয়েজ  ওরিয়েন্টেশন শুরু করা হয়। উক্ত  ওরিয়েন্টেশনে অনলাইন এ যুক্ত হন ব্র্যাকের সিনিওর জেলা ব্যবস্হাপক মোঃ ইলিয়াস সরকার সিইপি নওগাঁ আরও।

অংশ গ্রহণকারী জেলা ব্যবস্হাপক সকল কে শুভেচ্ছা জানিয়ে ম্যান  এন্ড বয়েজ ওরিয়েন্টেশনের লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে আলোচনা করেন।পরিবারের সকল কাজে নারীর পাশাপাশি পুরুষ ও বালকদের সম্পৃক্ত করতে স্বামী স্ত্রীকে,স্ত্রী স্বামীকে সহযোগীতা করবে,নারীর মতামতের ও সিদ্ধান্তের গুরত্ব দিবে,নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করার পরামর্শ দিয়েছে তিনি। তিনি কোভিড -১৯ প্রতিরোধে সকলকে সাবান দিয়ে হাত ধোয়া,মাস্ক ব্যবহার, সামাজিক দুরত্ব মেনে কাজ করার কথা বলেছেন।সার্বিক ভাবে সহযোগীতা করেন আত্রাই ব্র্যাকের সিইপি প্রতিনিধি মোছাঃ রোজিনা আক্তার।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন