ধুনটে গৃহহীন ও ভূমিহীন ১২০ পরিবার পেল ঘর

মুজিববর্ষ উপলক্ষ্যে দ্বিতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলে বগুড়ার ধুনটে গৃহহীন ও ভূমিহীন ১২০ পরিবার। রোববার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এই কার্যক্রমের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ্যে ধুনটে উপকারভোগীদের হাতে জমির দলিল হস্তান্তর করেন প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। ধুনট উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষ্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বগুড়ার পুলিশ সুপার (এসপি) আলী আশরাফ ভূঞা, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

বার্তা প্রেরক
ফজলে রাব্বী মানু
ধুনট (বগুড়া) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন