আত্রাইয়ে মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেল ১০ ভূমিহীন পরিবার

প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় নওগাঁর আত্রাইয়ে ১০টি ভূমিহীন পরিবার তাদের নিজস্ব দৃষ্টিনন্দন বসত ঘর ও জমির মালিকনা বুঝে পেয়েছে। রবিবার (২০ জুন) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ইখতেখারুল ইসলাম এসব ঘরের চাবি ও কবুলিয়ত দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন। উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম।

এ সময় আত্রাই উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান, আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক গন উপস্থিত ছিলেন। পরে ইউএনও ইকতেখারুল ইসলাম উপজেলার রসুলপুর গ্রামে নবনির্মিত আশ্রয়ন প্রকল্পের বাড়িতে গিয়ে এসব বাড়ির উদ্বোধন করেন এবং সেখানে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন