ক্যাপশন নিজউ; মড়ার উপর খাড়ার ঘা

হোমনা- গৌরিপুর সড়কের হোমনা ওভার ব্রিজ থেকে নতুন বাসস্ট্যান্ড পর্যন্ত এক কিলোমিটার সড়ক অনেক দিন যাবত খানা খন্দকের কারণে যাতায়াতের অনুুপযোগী। তারপর হোমনার ব্যাস্ততম সড়কের এ জায়গাটি দিয়ে ঝুঁকি নিয়ে অনেক কষ্ট করে দীর্ঘ দিন যাবত সকল প্রকার যানবাহন চলাচল করছে। বর্তমানে খানাখন্দকের অবস্থা বেশি খারাপ হওয়ায় এ সড়কে চলাচলকারী হোমনা সদরের কয়েকজন যানবাহন চালক গত বৃহস্পতিবার বিকালে নিজ উদ্যোগে এর উপর কাঁচা মাটি দিয়ে ভাঙ্গা অংশটি সমান করেন।

এর ফলে ঐ দিন বিকালে যানবাহন মোটামোটি করে চলতে পারলেও শুক্রবার রাতে ও আজ শনিবার বৃষ্টির কারণে বর্তমানে মাটিগুলো কাঁদায় পরিণত হয়ে যান চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দফায় দফায় আটকে যাচ্ছে গাড়ি। সৃষ্টি হচ্ছে যানজট। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ী মঞ্জুর ইসলাম শামীম জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করছে। সড়কের অবস্থা বেশি ভাঙ্গা হওয়ায় বৃহস্পতিবার বিকালে যানবাহন চালকরা নিজেরা মাটি দিয়ে সমান করে, যাতে এখান দিয়ে কোনো রকম গাড়ি পার করতে পারে। কিন্তু দেখা গেলো সেটি আরো খারাপ হয়েছে মনে হচ্ছে এ যেন মড়ার উপর খাড়ার ঘা।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন