জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ এর জেলা পর্যায়ের ফাইনাল ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১৫ জুন) বিকালে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম ষ্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফেনী সদর উপজেলা বালিকা দল বনাম দাগনভূঁঞা উপজেলা বালিকা দল এবং ফেনী পৌরসভা বালক দল বনাম পরশুরাম উপজেলা বালক দল।
বালিকাদের খেলার নির্দিষ্ট সময় কোন গোল না হওয়ায় খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ফেনী সদর উপজেলা ৪-০ গোলে জয় লাভ করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হয় ফেনী সদর উপজেলার ফাতেমা আক্তার কলি এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় দাগনভূঁঞা উপজেলার ফাতেমা আক্তার।
বালকদের খেলায় ফেনী পৌরসভা ২-০ গোলে জয় লাভ করে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফেনী পৌরসভা দলের তামিম হোসেন অনিক এবং ছাগলনাইয়া উপজেলা দলের আরমান হোসেন সর্বোচ্চ গোল দাতা নির্বাচিত হয়। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ছাগলনাইয়া দলের মোঃ ইয়াছিন। প্রধান অতিথি ফেনী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ ওয়াহিদুজজামান বিজয়ীদেরকে পুরষ্কার প্রদান করেন।
বিশেষ অতিথি ফেনী জেলা পুলিশ সুপার ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি খোন্দকার নূরুন্নবী (বিপিএম,পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ গোলাম জাকারিয়া, ফেনী পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম স্বপন মিয়াজী , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।
জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ সহ বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি