ফেনী ডিবেট ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। হোসাইন আরমানকে সভাপতি ও তাসিন সোবহানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের এই কার্যকরী কমিটি ঘোষনা করা হয়। গত মঙ্গলবার (৮ জুন) এক বর্ধিত সভায় আগামী ২ বছরের জন্য এ কমিটি ঘোষনা করা হয়। ২০২৩ ইং সাল পর্যন্ত এ কমিটি দায়িত্ব পালন করবে।
এছাড়াও সহ-সভাপতি পদে আবু সুফিয়ান নোমান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মা আহমেদ চৌধুরী, মুজাহিদুল ইসলাম জয়, প্রশিক্ষন সম্পাদক আহমদ আরাফাত রিজভী, কোষাধ্যক্ষ শফিকুল আলম, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁঞা, প্রচার সম্পাদক মেজবাহ উদ্দিন সোহাগ, পাঠচক্র সম্পাদক সাদিয়া সুলতানা সেতু, কলেজ বিতর্ক সম্পাদক ইফফাত আবেদীন জ্বীম, স্কুল বিতর্ক সম্পাদক সাদিয়া আহমেদ চৌধুরী, আপ্যায়ন সম্পাদক হিসেবে মাহবুবা তাবাসসুম ইমার নাম ঘোষনা করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন দৈনিক ফেনীর সময়ের সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ এর জোনাল কো-অর্ডিনেটর আবু যুবায়ের ভূঁঞা মুন্না। মডারেটরের দায়িত্ব পালন করছেন সাস্ট ডিবেটিং সোসাইটির সাবেক বিতার্কিক মীর আন্ নাজমুস সাকিব। ২০১৯ ইং সাল থেকে ফেনীতে বিতর্ক আন্দোলনকে ছড়িয়ে দিতে কাজ করছে ফেনী ডিবেট ফোরাম। তবে দীর্ঘদিন কাজ করলেও কোন কমিটি ছিলো না।
ফেনী ডিবেট ফোরামের প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত কমিটির সভাপতি হোসাইন আরমান জানান, করোনা পরিস্থিতির কারনে সব কিছুর মত বিতর্ক চর্চাও থমকে গিয়েছিলো। তাই নতুন উদ্যোমে কাজ শুরু করার জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এ সংগঠনের হাত ধরে ফেনীতে অসংখ্য নতুন বিতার্কিক তৈরী হয়েছে। বিশেষ করে বারোয়ারি ও সংসদীয় বিতর্কের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সংগঠনটি।
বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি