মানিকগঞ্জে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে অবৈধভাবে মাটির ব্যাবসা

মানিকগঞ্জের মিতরা অরঙ্গবাদ এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে নিরীহ মানুষের ক্ষতি করে মাটি বিক্রি করছে একদল মাটি খেকু। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ সদর  উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের অরঙ্গবাদ ধলেশ্বরী নদীতে।

মঙ্গলবার  সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, একটি এক্সেভেটর মেশিন দিয়ে নদীর  মাটি কাটছে। পাড়ে দাঁড়ানো রয়েছে কয়েকটি  ট্রাক্টর। এক্সেভেটর দিয়ে মাটি কেটে ট্রাক্টরে উঠানো হচ্ছে। আর ট্রাক্টরের মাটিগুলো চলে যাচ্ছে কোথায় তা কেউ বলতে পারেনি। মাটি বোঝাই ট্রাকগুলো গ্রামীণ সড়ক দিয়ে অতিমাত্রায় চলাচল করায় সড়কের ব্যাপক ক্ষতি হচ্ছে। ট্রাকের ড্রাইভারদের সাথে কথা বললে তারা তাদের মালিকের নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করে।

নাম না প্রকাশে এলাকাবাসীরা বলেন, মাটি খেকুরা সংখ্যায় অনেক বড় হাতওয়ালা। তাদের কাজে বাধা দিতে গেলে তারা আমাদের মেরে ফেলার হুমকি দেয়। এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসলিমা শিরিন  বলেন, এবিষয়ে  আমার নিকট কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ দিলে দ্রুত  ব্যবস্থা নেব।

বার্তা প্রেরক
আল মামুন
মানিকগঞ্জ প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন