মোরেলগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের ৩ সহা¯্রাধিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে করোনা পরিস্থিতিতে ওয়ার্ল্ড ভিশন, মোরেলগঞ্জ দরিদ্র পরিবারে শিক্ষা উপহার হিসেবে উপজেলার ৬ টি ইউনিয়নের ৩ হাজার ১ শ’ ৯৫ জন শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে। রবিবার (৩০) মে বিকেলে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ ই আলম বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, ওয়ার্ল্ড ভিশন, মোরেলগঞ্জ এপি ম্যানেজার লাভলি লাকি বিশ্বাস। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার মোঃ নিজামউদ্দিন, লাকি হালদার প্রমুখ।

অনুষ্ঠানে মোরেলগঞ্জ সদর,বারইখালী,খাউলিয়া,নিশানবাড়িয়া,জিউধরা ও হোগলাবুনিয়া ইউনিয়নের ২৬০০ দরিদ্র ও হতদরিদ্র শিশুদের প্রত্যেককে ৬ টি খাতা ও ৫ টি কলম এবং ৫৯৫ জন স্কুল ছাত্রীর প্রত্যেককে ১ টি করে ছাতা প্রদান করা হয়। উল্লেখ্য, পরবর্তীতে বাকি ১০টি ইউনিয়ন এবং মোরেলগঞ্জ পৌরসভার দরিদ্র এবং প্রতিবন্ধী শিক্ষার্র্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হবে।

বার্তা প্রেরক
এইচ এম জসিম উদ্দিন
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন