দেয়ালের সুইচ বোর্ডে আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্টে শিশু নিহত

দেয়ালের সুইচ বোর্ডে আঙ্গুল ঢুকে বিদ্যুৎস্পৃষ্টে গোপাল সরকার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। সে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামের সুজন সরকারের ছেলে। গতকাল মঙ্গলবার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতের পিতা সুজন সরকার জানান, বাড়ির লোকজনের অজান্তে গোপাল খাটিয়ার উপরে বালিশ দিয়ে দেয়ালের সুইচ বোর্ডে সুইচ টিপতে গিয়ে সকেটের ভিতর তার আঙ্গুল ঢুকে গেলে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। পরে সেখান থেকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একই দিনে উপজেলার বড় ঘারমোড়া গ্রামের সাইজুদ্দিন মিয়ার স্ত্রী শান্তি বেগম (৪০) এবং কলাগাছিয়া গ্রামের হাজিল মিয়ার ছেলে বাবু (২৫) নিজ নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহত শান্তি বেগমকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার জানান, শিশুটি বিদ্যুৎস্পৃষ্টে হাসপাতালে আনার আগেই মারা গেছে। এবং অপর দু’জনের মধ্যে শান্তি বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ কামাল হোসেন
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন