নওগাঁর বদলগাছীতে নির্যাতিত শোভা রানীর সুচিকিৎসায় পাশে দাঁড়ালো ব্র্যাক

নওগাঁর বদলগাছী ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহায়তায় উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর মালী পাড়া গ্রামের শারিরীক নির্যাতের শিকার ভুক্তভোগী শোভা রানী (৪০) কে প্রাথমিক চিকিৎসা সহায়তা বাবদ নগদ অর্থ ভুক্তভোগীর হাতে তুলে দেওয়া হয়েছে। রবিবার ৯ ই মে সকাল ১০ টায় বদলগাছী উপজেলা পরিষদ চত্বরে আর্থিক চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহি অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা ইভাওসি ইয়ুথ কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক দুলু , ব্র্যাক পিও (সিইপি) মোঃ মোমিনুল ইসলাম, ভুক্তভোগী শোভা রানী।

উল্লেখ্য ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি বদলগাছী উপজেলার ৭ টি ইউনিয়নের সকল পল্লী সমাজ সদস্য, ৩৬০ জন ইভাওসি ইয়ুথ কমিটি সদস্য, ১০ জন নাট্যকর্মী, ভিও সদস্য স্থানীয় জনপ্রতিনিধি, ও অনান্য সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, পুলিশ প্রশাসন ও সাংবাদিক সমাজের সাথে লিংকেজ করে সকল প্রকার নির্যাতন মুক্ত শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়তে বদলগাছী উপজেলায় নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাচ্ছে।

বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক 
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন