সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাউল জব্দ

সিরাজগঞ্জের কামারখন্দে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭টি বস্তায় ৩৩০ কেজি চাউল জব্দ করেছে কামারখন্দ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে কামারখন্দ  উপজেলার ঝাঐল ইউনিয়নের বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ী থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা জানান, বড়ধুল চন্ডিপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ীতে সরকারি চাল কিনে মজুদ করে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ওই বাড়ীতে অভিযান চালিয়ে একটি ঘর থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৭টি বস্তায় ৩৩০ কেজি চাল জব্দ করা হয়। এসময় বাড়ীর মালিক নজরুল ইসলামকে পাওয়া যায়নি।

বার্তা প্রেরক
মোঃ ইয়াছিন কবির
কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন