কিশোরগঞ্জে নির্ভীক কৈশোর ক্লাবের উদ্যোগে সৌহার্দ্য প্যাকেজ বিতরণ 

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ সংক্রমণ রোধে চলছে লকডাউন।এতে কর্মহীন হয়ে পড়েছে শ্রমজীবী  হাজারও মানুষ। আর এই দুঃসময়ে  কর্মহীনদের  মাঝে খাদ্য সহায়তা নিয়ে এগিয়ে  আসেন নীলফামারী কিশোরগঞ্জে নির্ভীক নেটওয়ার্ক ফাউন্ডেশন  বাংলাদেশ কিশোর-কিশোরীদের নিয়ে গঠিত ‘নির্ভীক কৈশোর ক্লাব’।

ওই ক্লাবের প্রতিষ্ঠাতা ফারজানা ব্রাউনিয়ার আয়োজনে আজ বুধবার সকালে উপজেলার মুন্সিপাড়াস্থ পাবলিক স্কুল প্রাঙ্গনে স্বাস্থ্যবিধি মেনে ২০টি কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে সৌহার্দ্য  উপহার হিসেবে  চাউল, ডাল, তেল, লবন, আলু,আটা-ময়দা প্রদান করা হয়। এ সময়ে নির্ভীক টিভির নীলফামারী জেলা রিপোর্টার  ইবনে সাঈদ অঙ্কুরের সাথে  কথা হলে  তিনি জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে নিজেদের সু-স্বাস্থ্য নিশ্চিত করণের মধ্য দিয়ে জনগণের স্বাস্থ্য সচেতনতার বিভিন্ন দিক নিদের্শনা প্রদান করা হচ্ছে। তিনি আরও জানান-সমগ্র দেশজুড়ে নির্ভীক কৈশোর ক্লাবের সৌহার্দ এ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

বার্তা প্রেরক
মোঃ লাতিফুল আজম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন