ফেনীতে করোনায় আরও একজনের মৃত্যু,  ২৪ ঘন্টায় ১২৫ জনের মধ্যে ২১ জন শনাক্ত 

ফেনীতে করোনায় আক্রান্ত হয়ে করিমুল হক (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। ১৬ এপ্রিল অসুস্থ হলে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়া হয় পরদিন করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে মারা যান। এছাড়া ফেনী ডায়াবেটিস হাসপাতালে গত সোমবার আবদুস সোবহান (৮৫) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ একজন উপসর্গ নিয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।

এদিকে ফেনীতে গত ২৪ ঘন্টায় ১২৫ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ২১ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমন পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব থেকে পাওয়া এ তথ্য নিশ্চিত করে ফেনী সিভিল সার্জনের কার্যালয়। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় গত ২৪ ঘন্টায় যে ২১ জন করোনা সংক্রমন পজেটিভ হয়েছে-তাদের মধ্যে ফেনী সদর উপজেলায় ৬ জন, ছাগলনাইয়া উপজেলায় ১০ জন , দাগনভূঁঞা উপজেলায় ৪ জন ও ফুলগাজীতে ১জন । ফেনী জেলায় এ যাবত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ১৭৫ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ৪১০ জন। জেলার কর্মরত একজন সিভিল সার্জন  ডা: সাজ্জাদ হোসেনসহ ৫৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  জেলায় এ যাবত ১৮ হাজার ২৫০ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ১৭ হাজার ৮৩১ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

সূত্র জানায়, হাসপাতালে ভর্তি রয়েছেন ৮ জন। তন্মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে ৫ জন, দাগনভূঁঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন  ভর্তি রয়েছেন। সূত্র আরও জানায়, ২০২০ সালের ১৬ এপ্রিল ফেনী জেলায় প্রথম একজন রোগীর করোনা শনাক্ত হয়। ৩১ ডিসেম্বর পর্যন্ত সাড়ে ৮ মাসে করোনা পজেটিভ শনাক্ত হয় দুই হাজার ২২৭জন। ২০২১ সালের ১ জানুয়ারী থেকে ৩১ মার্চ পর্যন্ত তিন মাসে রোগী হয় ৩৭৪ জন। ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুই হাজার ৮৩১ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৫৭৪ জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। এপ্রিলে শনাক্তের হার ২০.২৫ শতাংশ। গত এক বছরে সুস্থ হয়েছে ২ হাজার ৪১০ জন রোগী। বর্তমানে ৭২৬ জন রোগী স্বাস্থ্য বিভাগের অধীনে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

শেখ আশিকুন্নবী সজীব,ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন