বীরগঞ্জে কর্মসংস্থান কর্মসূচির উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জে ইজিপিপি কর্মসূচির মাটি ভরাটের প্রথম পর্যায়ের কাজ উদ্বোধন করেন বীরগঞ্জ ইউএনও। উপজেলার মরিচা ইউনিয়নের মাহাতাবপুর গ্রামে রোববার দুপুরে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) এর ৪০ দিন ব্যাপি গ্রামীন রাস্তা সংস্কার, সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানে মাটি ভরাটের প্রথম পর্যায়ের কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, মরিচা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল সহ গন্যমান্য উপস্থিত ছিলেন।প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ছানাউল্লাহ জানায়, কর্মসংস্থান (ইজিপিপি) কর্মসূচি আওতায় ১১টি ইউনিয়নে ২ কোটি ৭৩ লক্ষ ৭২ হাজার টাকা ব্যয়ে ৩ হাজার ৪১৪ জন শ্রমিক ৪০ দিন বিভিন্ন রাস্তা ঘাট শিক্ষা প্রতিষ্ঠা ও ধর্মীয় প্রতিষ্ঠানে সংস্কারের কাজ করবেন।

বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন