বীরগঞ্জে আ’লীগ সভাপতি জাকা সহ ২৩৫ জন করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বাংলাদেশ আওয়ামীলীগের বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা (পরিবারবর্গ) সহ ১০ এপ্রিল শনিবার কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহন করলেন। এসময় আলহাজ্ব জাকারিয়া জাকা সবার উদ্দ্যেশে বলেন, ভয়ভীতি ও কোন প্রকার কুসংস্কার মনে লালন না করে নিয়ম ও শৃঙ্খলা মেনে কোভিড-১৯ টিকা নেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত থেকে ২য় ডোজ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ করিমুল ইসলাম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ নূর ইসলাম নূর, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ শামীম ফিরোজ আলম, হিন্দু বৌদ্ধ ও খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক দীপংকর রাহা বাপ্পি, যুবলীগের সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো. নজরুল ইসলাম খান, পাবলিক লাইব্রেরির সাবেক সভাপতি প্রভাষক দেবাংশু দাস রানা, বীরগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল ইসলাম মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহাবুর রহমান আঙ্গুর, সাংবাদিক সিদ্দিক হোসেন সহ সচেতন নাগরিক বৃন্দ। উপজেলা স্বাস্থ কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আফরোজ সুলতানা লুনা জানায়, কোভিড-১৯ করোনার টিকার ২য় ডোজ গত ২দিনে ২৩৫ জন গ্রহন করেন।

বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন