দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব বর্ষে নতুন ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। কাহারোল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এক্স-রে মেশিনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, আরএমও ডা. যুগল কিশোর রায় প্রমুখ।
বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি