কাহারোলে ডিজিটাল এক্স-রে মেশিন উদ্বোধন করেন এমপি গোপাল

দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মুজিব বর্ষে নতুন ডিজিটাল এক্স-রে মেশিনের উদ্বোধন করেন এমপি মনোরঞ্জন শীল গোপাল। কাহারোল ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এক্স-রে মেশিনের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিউল আজম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, আরএমও ডা. যুগল কিশোর রায় প্রমুখ।

বার্তা প্রেরক
এন.আই.মিলন
দিনাজপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন