ফেনীতে ২৪ ঘন্টায় ১০৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু-১

ফেনীতে গত ২৪ ঘন্টায় আরও ১০৮ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের করোনা পরীক্ষার ল্যাব থেকে ২৪২ জনের নমুনা পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত করে ফেনী সিভিল সার্জনের কার্যালয়। এদের মধ্যে ১০ জন বিদেশগামী রয়েছেন।

এদিকে গত সোমবার রাতে আবদুল আজিজ (৮৬) নামে একজন কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা গেছেন। তিনি ফেনী পৌরসভার বনানী পাড়ার বাসিন্দা ছিলেন। ৩ এপ্রিল অসুস্থ হলে হাসপাতালে ভর্তি হয়। ওইদিনই নমুনা নেওয়া হয়। ৪ এপ্রিল করোনা শনাক্ত হয়। ৫ এপ্রিল রাতে মারা যান। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত হয়ে ৪৮জনের মৃত্যু হয়েছে।

এনিয়ে জেলায় এ যাবত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৮৫৫ জন। সুস্থ্য হয়েছেন দুই হাজার ২৪১ জন। জেলার কর্মরত একজন সিভিল সার্জন ডা: সাজ্জাদ হোসেনসহ ৪৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।  জেলায় এ যাবত ১৬ হাজার ৮৩৬ জনের শরীরের নমুনা সংগ্রহ করে ১৬ হাজার ৪৭১ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন এস এস আর মাসুদ রানা জানায়, নতুন আক্রান্ত ১০৮ জনের মধ্যে ফেনী সদর উপজেলার ৬৪ জন, দাগনভূঁঞার ১৫ জন, ছাগলনাইয়ার ১৩ জন, সোনাগাজীর ৪ জন এবং ফুলগাজী উপজেলার ৪জন, পরশুরামের ৮জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় ৫জন নতুন ৫জন কোভিড রোগীসহ  হাসপাতালে ভর্তি রয়েছেন ১২জন। তন্মধ্যে ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ৮ জন, ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন ও বেসরকারি মেডিনোভা হাসপাতালে ৩ জন  ভর্তি রয়েছেন। বর্তমানে ৬০২ জন কোভিড- ১৯ আক্রান্ত রোগী স্বাস্থ্য বিভাগের পরামর্শে নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন