কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজের বি এন সি সি জন্মদিন উৎযাপন

বি এন সি সি..বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ..এই উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন প্লাটুনে নানাভাবে দিনটি পালন করা হয়..তারই ধারাবাহিকতায় পাবনার কাশিনাথপুরে ক্যাডেট সার্জেন্ট ওবায়দুল্লাহ এর নেতৃত্বে শহীদ নুরুল হোসেন ডিগ্রি কলেজ প্লাটুন মহাস্থান রেজিমেন্ট ৩৫ব্যাটালিয়ান বি কম্পানি..সিনিয়র জুনিয়র ক্যাডেট দের সাথে নিয়ে দিনটি উদযাপন করে.রমিম স্বাধিন সোবাহান এর পরিচালনায় গত  দিন রাতে কাশিনাথপুরে চায়নিচ রেষ্টুরা ফুড ক্লাবে এ উৎযাপন পালিত হয়। BNCC হলো Bangladesh National Cadet Corps এর এব্রিভিয়েশন। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত স্কুল,কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেনাবাহিনী, নৌ এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ সমন্বিত একটি দ্বিতীয় সারির প্রতিরক্ষা বাহিনী।

১৯২৩ সালে Indian Teritorial Force এর মাধ্যমে কমিটি গঠন করে তাদের সুপারিশে UTC (University Training Corps) গঠন করা হয়। যা পরবর্তিতে ১৯৪৩ সালে UOTC(University Officer’s Training Corps) করা হয়। ১৯৬৬ সালে জন্মলাভ করে JCC( Junior Cadet Corps). ১৯৭৯ সালের ২৩ শে মার্চ সবগুলোকে একত্র করে জ্ঞান, শৃঙ্খলা এবং সেবাকে মূলমন্ত্র করে BNCC গঠন করা হয়।

যুবসমাজের নৈতিক চরিত্রের উন্নতি, যুবসমাজে নেতৃত্বের গুণাবলি বিকাশ, দেশের জন্য ত্যাগের মনোভাব গঠন , শিক্ষার্থীদের মাঝে ভাতৃত্ব গঠন, শিক্ষার্থীদেরকে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে দেশের প্রতিরক্ষা কাজে উৎসাহ উদ্দিপনা সৃষ্টি, জাতীয় উন্নয়ন মূলক কর্মকাণ্ড এবং দুর্যোগের সময় সুশৃঙ্খল সেচ্ছাসেবী গঠন, নেতা বের করা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রেক্ষিতে দ্বিতীয় সারির প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তোলাসহ ইত্যাদি হিতকর উদ্দেশ্য নিয়ে আজও BNCC তার গৌরবোজ্জ্বলতা নিয়ে চলছে। পাঁচটি রেজিমেন্টের মাধ্যমে সারাদেশে BNCC গড়ে তুলছে হাজারো দেশের জন্যে সদা প্রস্তুত একদল তরুণ।

বার্তা প্রেরক
আব্দুল জব্বার
কাশিনাথপুর (পাবনা) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন