কাশিনাথপুরে সিএনবির  সরকারি জায়গা নিয়ে নয়- ছয়

পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা কাশিনাথপুর বাজার। যেখানে গত ৩রা মার্চ  একটি হকার মার্কেটের প্রায় ৫০ টি দোকান  গুড়িয়ে  দিয়েছে সড়ক ও জনপদ বিভাগ। অনেকে পেশি শক্তি ও প্রভাব খাটিয়ে ভোগ করছেন এ সকল জায়গা। সরজমিনে গিয়ে দেখা যায় এ সকল হকার মার্কেট থেকে প্রতি দোকান প্রতি নেওয়া হয়েছে প্রায় ২-৩ লক্ষ টাকা। তবে প্রভাবশালীরা বলছেন তারা জোর করে নয় সিএনবির কাছ থেকে এ সকল জমি ইজারা ভ্যাট টেক্র নিয়ে দোকান ভাড়া দিয়েছেন।

সড়ক ও জনপদ বিভাগ জানায় গত ৬ মাসে অবৈধ স্হাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে প্রায় ২১ বিঘা সরকারি সম্পওি।পাবনা  সড়ক ও জনপদ বিভাগের নির্বাহি প্রকৌশলি এ কে এম শামসুদ্দহা জানান শুধু কাশিনাথপুর নয় পাবনা পৌরসভা, আতাইকুলা, বেড়া, দাশুরিয়া, পুষ্পপাড়া,জালালপুরে পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে প্রায় ৬০ বিঘা  সকল অবৈধ স্হাপনা।তিনি বলেন এখন পযন্ত প্রায় ১০ কোটি টাকা বাজারমূল্যের অবৈধ স্হাপনা  উদ্ধার করা হয়েছে। এ সমস্ত সরকারি জায়গায় যাতে করে আর অবৈধ স্হাপনা গড়ে না ওঠে সেকারনে স্হানীয় প্রশাসনের সহয়তায় ফল, ও ফুলের বাগান করার কথা জানান সড়ক ও জনপদ বিভাগ।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন