তেঁতুলিয়ায় অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভুমিকা শীষর্ক প্রশিক্ষণ

জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক বিরোধী নৈতিকতা অবক্ষয় ও বিপথগামিতা রোধকল্পে যুবদের ভুমিকা শীর্ষক জনসচেতনতা মুলক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ জনসচেতনতা মুলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর পঞ্চগড় মকছুদুল কবীর, ভাইস চেয়ারম্যন ইউসুফ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রশিক্ষিত আত্মকর্মী সাংবাদিক এমএ বাসেত ও শিক্ষক আকরাম হোসেন জাকারিয়া প্রমূখ। জনসচেতনতা মুলক বিভিন্ন আলোচনাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক কর্মকান্ড, স্বাধীনতার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে তাঁর জীবনের ঐতিহাসিক ভুমিকা নিয়ে প্রশিক্ষিত সকল যুবদের মাঝে তথ্য প্রমানাদি তুলে ধরা হয়। এছাড়াও বেকার যুবদের কিভাবে নিজেকে আতœনির্ভরশীল করতে পারবে সে বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় যুব উন্নয়নের সকল কর্মকর্তা কর্মচারীসহ শতাধিক প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ   
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন