বাগেরহাটে সহিংস উগ্রবাদ নিরসনে ক্যাম্পেইন ও সম্প্রীতি মেলা অনুষ্ঠিত

বাগেরহাটে সহিংস উগ্রপন্থা নিরসনে তৃণমূল পর্যায়ে ক্যাম্পেইন ও সম্প্রীতি মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) বাগেরহাট সদর উপজেলার খানপুরে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ব্রেভ প্রকল্পের সহযোগীতায় ও পি ভি ই খানপুর ইয়ূথ গ্রুপের আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হয়। সম্প্রীতির সমাজ গড়তে দিনব্যাপী ক্যাম্পেইন ও মেলায় আলোচনা, খেলাধুলা, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরুষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমন্বয়কারী কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট সেলিম আজাদ, জেলা ফেসিলিটেটর মাহবুবুর রহমান, প্রকল্পের খানপুর ইউনিয়ন সমন্বয়কারী তাসলিমা খাতুন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রেভ প্রকল্পের ইউনিয়ন সমন্বয়কারী মো. ফয়সাল হাওলাদার।
এসময় বিভিন্ন গ্রুপের ইয়ূথ সদস্যবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
তানজীম আহমেদ
বাগেরহাট প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন