সাংবাদিকদের সাথে ফেনী পৌরসভার নতুন মেয়রের মতবিনিময়- দূর্নীতি ছাড়ুন, না হয় পৌরসভা ছাড়ুন

ফেনী পৌরসভার নব নির্বাচিত মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্য করে বলেন, ‘অাপনারা দূর্নীতি ছাড়ুন, না হয় দূর্নীতিবাজরা ফেনী পৌরসভা ছাড়ুন। যেখানে সুবিধা পাবেন-সেখানে চলে যান’। এখানে কোন দূর্নীতি বরদাস্ত করা হবে না। নিজে দূর্নীতি করবো না, কাউকে দূর্নীতি করতে দেওয়া হবে না। সোমবার (১৫ মার্চ) দুপুরে ফেনী পৌরসভার সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, কে আমাকে ভোট দিয়েছে, আর কে ভোট দেন নাই, সেটা খোঁজা হবে না। আমি সব পৌর নাগরিকদের মেয়র। সকল নাগরিকের সহযোগীতায় ফেনীকে একটি মডেল শহর হিসেবে গড়তে চাই।সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভুল হলে ধরিয়ে দেবেন। সংশোধনের চেষ্টা করবো। শহরের মানুষ ঘুম থেকে উঠেই ময়লা দেখবে না। রাতেই ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হবে। তিনি বলেন, ৫০ কোটি টাকার ঋনের বোঝা মাথায় নিয়ে মেয়রের দায়িত্ব নিয়েছি। আড়াই কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারপরও কষ্ট হলেও নাগরিক সেবার সর্বাত্মক চেষ্টা করা হবে।

পৌর মেয়র বলেন, ইতিমধ্যে শহরের যানজট নিরসন , ফুটপাত মুক্ত করার কাজ শুরু হয়েছে। শহরের সাধারণ মানুষের জন্য টাউন সার্ভিস বাস রয়েছে। আরও ভিন্ন ধরনের গণ পরিবহনের উদ্যোগ নেওয়া হবে। স্বপন মিয়াজী বলেন, ফেনী পৌরসভায় নির্বাচিত মেয়র হিসেবে বয়সের দিক থেকে তিনি সর্ব কনিষ্ঠ ব্যক্তি। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও জনগনকে সাথে নিয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে তিনি কাজ শুরু করবেন। তিনি সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। মত বিনিময় সভায় এসময় মেয়রের পাশে পৌরসভার সচিব সৈয়দ মো. আবুযর গিফারী উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন