তেঁতুলিয়ায় স্বাধীনতার রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় মহান স্বাধীনতার রজতজয়ন্তী উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে তেঁতুলিয়া সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সকল শিক্ষার্থীদের অংশগ্রহনে সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার) রফিকুল ইসলাম। সহকারি শিক্ষক আওলাদ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মহান মুক্তিযোদ্ধ ও স্বাধীনতার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে যেন তার কখনো পথভ্রষ্ট না হয়।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন মুক্তিযোদ্ধ এবং স্বাধীনতার ইতিহাস লেখা বই বেশি বেশি পড়তে হবে তাহলে সঠিক ইতিহাস জানতে পারবে। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নির্বাহী সদস্য খন্দকার শামসুজ্জোহা নিয়াজিদ। সভায় আরো উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক ফজলুল করিম, বশির আলম, হুসনেয়ারা বেগম স্মৃতি সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

বার্তা পেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন