মাদারীপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের কারণে বিশ্ব বিদ্যালয়ের ছাত্রীকে পিটিয়ে আহত

মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরের কারণে স্বর্ণা আক্তার নামে এক বিশ্ব বিদ্যালয় ছাত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত বিশ্ব বিদ্যালয় ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রীয়াধীন আছে বলে জানা গেছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের হরিকুমারিয়া এলাকার আলি নুর বেপারীর সাথে একই এলাকার মানিক হাওলাদারের সাথে জমিজমা সংক্রান্ত নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই ঘটনার জের ধরে শনিবার (৬ মার্চ) দুপুরে ঢাকার একটি বেসরকারী বিশ^বিদ্যালয়ের তৃতীয় বর্ষে ছাত্রী স্বর্ণাকে মারধর করা হয়েছে। পরে আহত আবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত স্বর্ণা জানান, আমাদের বাড়ির জমির মধ্যে দিয়ে দুটি রাস্তা করা হয়েছে। আরো একটি রাস্তার জন্য জমি দাবি করে মানিক হাওলাদার। আমার বাবা রাস্তা দিতে অস্বীকৃতি জানালে আমার বাবাকে মারধর করে। আমি ছাড়াতে গেলে আমাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই। মাদারীপুর সদর থানার ওসি কামরুল হাসান বলেন, মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন