চাঁদপুর জেলা প্রশাসনের ৭ মার্চ পালন

চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যােগে ৭ মার্চ পালন করা হয়। মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে ১৯৭১ সালের ৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্স ময়দানের (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জনসভায় মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য মুক্তিকামী বীর বাঙালিদের নির্দেশ প্রদান করেন। সেই অবিস্মরণীয় ঘোষণা শুধু এদেশবাসীর কাছেই নয়, সারাবিশ্বের অসংখ্য মুক্তিকামী জনগোষ্ঠীর জন্য পাথেয় হয়ে আছে। এরই ধারাবাহিকতায় ২০১৭ সালের ৩০ অক্টোবর জাতিসংঘের অঙ্গসংগঠন ইউনেস্কো কর্তৃক ৭ মার্চের ভাষণকে মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়।

মহান ৭ মার্চের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে জেলা প্রশাসন চাঁদপুর কর্তৃক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। আলোচনায় অংশনেন চাঁদপুরের পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান পিপিএম (বার), পৌর মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল,জেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ,চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয়, সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

বার্তা প্রেরক
আমান উল্যা আমান
চাঁদপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন