আগামী ২৮ ফেব্রæয়ারি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী শেফালী বেগম কে বিজয়ী করতে বিশাল জনসভা করেছে আওয়ামীলীগ। মঙ্গলবার বিকালে উপজেলার ভাটই বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার আয়োজন করে দুধসর ও ফুলহরি ইউনিয়ন আওয়ামীলীগ। মঞ্চে সংক্ষিপ্ত বক্তব্যে নৌকার প্রার্থী শেফালী বেগম সকলের কাছে ভোট প্রার্থনা করেন। জনসভায় উপস্থিত হাজার হাজার নেতা কর্মীরা নৌকায় ভোট দেয়ার শপথ করেন।
দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা আসনের সংসদ সদস্য আব্দুল হাই, সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার, শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মতিয়ার রহমান, দুধসর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টি এ রাজু প্রমুখ। এছাড়াও জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফুলহরি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।
বার্তা প্রেরক
মনিরুজ্জামান সুমন
ঝিনাইদহ প্রতিনিধি