কিশোরগঞ্জে বসত বাড়ির আঙ্গিনায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এপি ইন্টিগ্রেটেড লাইভলিহুড টেকনিক্যাল প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে, উপজলা কৃষি অফিসের কারিগরি সহযোগীতায় নির্বাচিত হতদরিদ্র নারী পরিবারের পুষ্টির চাহিদা পূরণে,বাড়তি আয়ের উৎস হিসেবে বসত বাড়ির আঙ্গিনায় আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষাবাদ বিষয়ক ২ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গল ও বুধবার সকালে একই সাথে পিএফ এ- ৪ এর উপজলার ৪টি ইউনিয়নের বাহাগিলী, নিতাই, চাঁদখানা পুটিমারী ইউপির এসডিএফের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে হতদরিদ্র পরিবারের নির্বাচিত ইউপিজির উপকারভোগীর ১শত নারী অংশ গ্রহণ করেন। আধুনিক পদ্ধতিতে শাক সবজি চাষাবাদে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান। এসময় তিনি বিভিন্ন ধরনের শাক-সবজির উৎপাদন কৌশল, রোগবালাই দমন, জৈব কীটনাশকের ব্যবহার, জৈব সার, ফেরোমন ব্যবহার প্রভৃতি বিষয় নিয়ে পর্যালোচনা করেন। আধুনিক পদ্ধতিতে শাকসবজি চাষ করলে অধিক উৎপাদন হবে। তাই অধিক শাক সবজি ফলনে আধুনিক পদ্ধতির বিকল্প নেই।

বিশেষত পরিবারের সদস্যদের বিষমুক্ত টাটকা পুষ্টির যোগান মিটিয়ে বিক্রি করে সংসারের বাড়তি আয়ের সহায়ক ভুমিকা রাখবে। এসময় আরও উপস্থিত ছিলেন, কৃষি উপ-সহকারী অফিসার নাছিমা বেগম, কিশোরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার ও কৃষিবিদ আমজাদ হোসেন।

বার্তা প্রেরক
মোঃ লাতিফুল আজম
নীলফামারী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন