নরসিংদীতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম সংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করে বলেছেন, সাংবাদিকদের ইতিবাচক উৎসাহমূলক সহযোগিতার বিকল্প নেই। নরসিংদীতে সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্রবাজ ও মাদক মুক্ত করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের যা যা করার তা করবো। মাদক নিয়ন্ত্রন সম্পর্কে সাংবাদিকদের বক্তব্যের প্রেক্ষিতে বলেন, আপনারা সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরাও সহযোগিতার জন্য এগিয়ে যাবো।
আসন্ন পৌরসভার নির্বাচন প্রসঙ্গে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক পেশাদারীত্বের সাথে কাজ করে যাবো। জেলার চরাঞ্চলের টেটাযুদ্ধ সমস্যাটি সমাধানে পুলিশ যথাযথভাবে কাজ করে যাবে। গতকাল মঙ্গলবার সকালে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে নরসিংদীর প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এনামুল হক সাগর উপস্থিত ছিলেন। মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, সাধারণ সম্পাদক মো: মাজহারুল পারভেজসহ অন্যান্য সাংবাদিক।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি