মাদারীপুরে বাসচাপায় নিহতের ঘটনায় জনতার বাসে আগুন

মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে উল্টো পথে আসা বাসের চাপায় ফারুক মুন্সী (৩৯) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সাড়ে ৩টার দিকে দুর্ঘটনার ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক তুরান পরিবহন (বগুড়া ব-৬২৭৬) আগুন জ্বালিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ, হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ হাসিনা মহাসড়ক দিয়ে একটি মিছিল যাচ্ছিল ঠিক উল্টো পথে তুরান পরিবহন (বগুড়া ব-৬২৭৬) নামে একটি বাস চলছিল। এসময় রাস্তা পারাপারের সময় জেলার রাজৈর উপজেলার দক্ষিণ বিদ্যানন্দী গ্রামের জাফর মুন্সীর ছেলে ফারুক মুন্সী (৩৯) বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হয়। নিহতের ঘটনায় উত্তেজিত জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিলে এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে বাসের আগুন নিভায় এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি বাসের চাপায় এক ব্যক্তি মারা গেছে।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন