ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে নৌকা কে হারিয়ে দ্বিতীয় বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার। ৩০জানুয়ারি শনিবার অনুষ্ঠিত পৌর নির্বাচনে বেসরকারি ফলাফলে তাকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বেসরকারি ভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নারকেল গাছ প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মোট ৯হাজার ৩৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এবং নৌকা প্রতীক নিয়ে ৭ হাজার ৯শত ৬০ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। এছাড়া সাফিকুর রহমান (হাতপাখা) ৪শত ৩৪ ও শরীফ মোহাম্মদ জুলফিকার আলী টিপু (ধানের শীষ) পেয়েছেন ২শত ৬২ ভোট। পৌর সভায় মোট ভোটার সংখ্যা ছিল ২২হাজার ৫শত ৩৪। এর মধ্যে মোট ভোট পরেছে ১৭হাজার ৬শত৯৩ এবং ৩৩১ ভোট বাতিল বলে গণ্য হয়েছে।
বার্তা প্রেরক
আজহারুল ইসলাম জুয়েল
ময়মনসিংহ প্রতিনিধি