তেঁতুলিয়ায় মাদকদ্রব্যসহ ২ ব্যবসায়ী আটক

থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ চিহ্নিত ব্যবসায়ী আবু তাহেরকে আটক করা হয়।
গত সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়ার নেতৃত্বে একদল চৌকুশ পুলিশ উপজেলার তিরনইহাট ইউনিয়নের যুগিগজ গ্রামের মৃত হাফিজুল ইসলামের পুত্র মাদক ব্যবসায়ী আবু তাহেরের বাড়িতে অভিযান চালায়। এসময় তাকে ৪ বোতল ফেন্সিডিলসহ আবু তাহের ও তার সহযোগি আব্দুল কুদ্দুসকে আটক করে। আটককৃত কুদ্দুস একই গ্রামের গোলজার হোসেনের পুত্র।

এব্যাপারে এসআই ইয়াকুব আলী বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) সারনীর ১৪ (ক) ধারায় তেঁতুলিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়া জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আগামিতে চলবে, এব্যাপারে কাউকে কোন ছাড় নেই।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন