নওগাঁর আত্রাইয়ে প্রতিবন্ধী স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার ২২শে জানুয়ারি উপজেলা পরিষদ সংলগ্ন কোর্ট ভবনের বিপরীতে আত্রাই হিউম্যানিটরিয়ান এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (আহাদ) এর উদ্যোগে “ সিরাজুল ইসলাম মেমোরিয়াল প্রতিবন্ধী স্কুল” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম।
এ উপলক্ষে আহাদ কর্তৃক আয়োজিত এক উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি আলহাজ নজরুল ইসলাম প্রাং। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছানাউল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইমতিয়াজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএ মুহিত, ফখরুলবারী রিজভি, জিয়াউর রহমান,বীরেন্দ্রনাথ পাল প্রমুখ।
উল্লেখ্য আত্রাইয়ে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা গ্রহনের কোন বিদ্যালয় না থাকায় তারা যুগ যুগ থেকে শিক্ষার আলো হতে বঞ্চিত রয়েছে। তাদের অবহেলিত জীবনকে আলোকিত করার প্রয়াসে আত্রাইয়ের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিউম্যানিটরিয়ান এ্যাসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট (আহাদ) নিজস্ব অর্থায়নে একটি প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহন করে।
বার্তা প্রেরক
আব্দুল মজিদ মল্লিক
নওগাঁ প্রতিনিধি