পৌরসভা নির্বাচন: ফেনীতে ককটেল বিস্ফোরণ, বাগেরহাটে সংঘর্ষ

সহিংসতায় উত্তাপের মাঝেই দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভায় চলছে ভোট গ্রহণ। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি চোখে পড়ার মতো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভাই নোয়াখালীর বসুরহাটের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা জানিয়েছেন, সুষ্ঠু ভোট হওয়া নিয়ে যে শঙ্কা ছিলো তা আপতত নেই।

এদিকে, বাগেরহাটের মোংলায়, দুই কাউন্সিলর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। গাজীপুরে বিএনপি প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেয়ার অভিযোগ মিলেছে। এছাড়াও পাবনায় মেয়র প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে। ফেনীর দাগনভূঞায় একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে।

বার্তা প্রেরক
মোঃ হান্নান শেখ
স্ট্যাফ রিপোর্টার

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন