আটোয়ারীতে দুইটি কৃষি পণ্যবাহী গাড়ী (পিকআপ) বিতরণ

পঞ্চগড়ের আটোয়ারীতে দুইটি কৃষি পণ্যবাহী গাড়ী (পিকআপ) বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের সামনে থেকে মঙ্গলবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ প্রজেক্ট (এনএটিপি-২) প্রকল্পের আওতায় এআইএফ-৩ ম্যাচিং গ্রান্ট প্রাপ্ত উদ্যোক্তোদের মাঝে ৫০% সরকারি সহায়তায় এই কৃষি পণ্যবাহী গাড়ী (পিকাআপ) বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লতিঝারী সিআইজি পুরুষ (ফসল) সমবায় সমিতি লিঃ এর সদস্য প্রফুল্ল বর্মণ ও ত্রিশুলিয়া সিআইজি মহিলা (ফসল) সমবায় সমিতি লিঃ এর সদস্য রাহেলা বেগমের হাতে ৯ লক্ষ টাকা দামের পিকআপ গাড়ীর চাবি হস্থান্তর করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ নুরজাহান খাতুন, গনমাধ্যমকর্মী সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কামচারীরা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
এ রায়হান চৌধূরী রকি
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন