রোগী নামিয়ে ফেরার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্সচালক

Exif_JPEG_420

যশোর শহরের বেসরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন মানিক (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন যশোর শহরের মুড়লি এলাকার আব্দুল মজিদের ছেলে এবং কুইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক হিসেবে কর্মরত ছিলেন।

কুইন্স হাসপাতালের অফিস সহকারী রবিউল ইসলাম রিংকু জানান, সন্ধ্যার দিকে বেনাপোলে রোগী নামিয়ে খালি অ্যাম্বুলেন্স নিয়ে যশোরে ফিরছিলেন মামুন। পথিমধ্যে নতুনহাট কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি রডের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমিয় দাস জানান, হাসপাতালে আনার পথে মামুনের মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, ঘাতক ট্রাক ও চালককে আটকের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন