নরসিংদী শহরের বড় বাজারের গেঞ্জি পট্টিতে গতকাল বুধবার সন্ধ্যায় ভয়ানক অগ্নিকান্ডে ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত চলে আসাতে অল্পতেই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাগরিবের আজানের মিনিট দশেক আগে অর্থাৎ সোয়া পাঁচটার দিকে গেঞ্জি পট্টির মোস্তাক মিয়ার লেপ তোষকের দোনাকে প্রথম আগুন লাগে এবং খুব দ্রুতই এই আগুন পাশের তুলার গোডাউনে ছড়িয়ে পড়ে। এতে আগুন ভয়ানক রূপ ধারণ করে। মুহূর্তের মধ্যেই আগুনের ধুয়ায় পুরো গেঞ্জিপট্টি এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা চলে এসে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় আধাঘন্টা সময় লেগেছে। কিন্তু আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি