নরসিংদীতে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

নরসিংদীতে করোনা ভাইরাস (কোভিড-১৯) ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষে সাংবাদিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই কর্মশালায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বর্তমান সময়ে করোনা ও ডেঙ্গুসহ অন্যান্য সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ ও সংক্রমণের ঝুঁকি রোধে করণীয় নিয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরা হয়। এসময় করোনা ও ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় জনসচেতনতা বাড়াতে সহযোগিতা কামনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: আবু কাউছার সুমন। এ সময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ, প্রবীণ সাংবাদিক নিবারণ রায়, একে ফজলুল হক, বাসস প্রতিনিধি আবু তাহের প্রমুখ। হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এর লাইফস্টাইল, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরো, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজন করে।

বার্তা প্রেরক
মোঃ নুরুল ইসলাম
নরসিংদী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন