ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাও জেলা ছাত্রলীগের উদ্যোগে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন ও মৌচ্জাখালি এলাকায় পথশিশু ও অসহায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের নেতা অনুপ দত্ত। এ সময় উপস্থিত ছিলেন সূবর্ন সাবেক প্রচার সম্পাদক সদর উপজেলা ছাত্রলীগ, মোঃ মানিক সাধারন সম্পাদক ৩ নং ওয়ার্ড যুবলীগ, ও ছাত্রলীগ নেতা স্বপ্নময় অধীকারি, অন্তর কুমার রতন,পীযুষ কান্তী সরকার, অপূর্ব, কুষান, জাহাঙ্গীর, শেখ সাহেব, তনু,আমান, শাকিল, সাগর, বিদ্যুৎ, উৎসব, অন্তু, নিলয়, মুন, জয়, স্বাধীন, উত্তম,মীর সাব্বির,দিপক প্রমুখ নেতৃবৃন্দগণ।

এর আগে নেতৃবৃন্দগণ কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। বক্তারা তাদের নিজস্ব বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বাংলাদেশ ছাত্রলীগের ঐতিয্য, সম্মান ও সংগঠনকে আরো বেগবান করার আহবান জানান। রাজপথে থেকে যেকোন নৈরাজ্য কঠোর হাতে দমন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বার্তা প্রেরক
তনয় কুমার
স্ট্যাফ রিপোর্টার

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন