ফেনীতে ১০জন সফল নারী উদ্যোক্তাকে সংবর্ধনা

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে নারীদের অংশগ্রহনে সাতদিনব্যাপী এন্ট্রিক,কাঠ ও গায়ে হলুদের গহনা তৈরির কোর্সের উদ্বোধন ও জেলার ১০ জন সফল নারী উদ্যোক্তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ইলামিত্র ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে সোমবার (০৭ ডিসেম্বর) বিকেলে শহরের মিজান রোডের ক্রাউন ওয়েস্ট রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইলামিত্র ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি বৃষ্টি পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা।

ফাউন্ডেশনের সদস্য রাত্রি শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক আহাম্মদ কবির মজুমদার। সংবর্ধিত ১০জন সফল নারী উদ্যোক্তারা হচ্ছেন – বার্গার হাটের পরিচালক সাজেদা আক্তার সাজু,রাঙা বিউটি পার্লারের পরিচালক জোহরা বেগম,বন্ধন ওমেন্স পার্লার এন্ড বুটিকস এর পরিচালক মোর্শেদা নাজনীন, এস এন্ড এইচ বুটিক ফ্যাশন হাউসের পরিচালক রোকেয়া আক্তার শারমীন, ফুডস ইন ডোরের পরিচালক বিলকিস আরা,মর্ত্যের অপ্সরীর পরিচালক মৌরি বৈদ্য, সম্পূর্ণা কালেকশনের পরিচালক সুমিত্রা মজুমদার, সা-জু-নী এর পরিচালক ইসরাত আইরিন,রাসনা ক্রাপ্টির পরিচালক রাসনা আকলিমা প্রমা ও রূপস হেভেনের পরিচালক কাজী মেহের জাবীন রাখী।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন