বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক রবিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজৈর পৌরসভা নির্বাচনের এক পথসভায় বলেন, নৌকার বিদ্রোহী প্রার্থীদের আর নৌকায় উঠতে দেয়া হবে না।
আসন্ন রাজৈর পৌরসভা নির্বাচনে নৌকা প্রার্থী নাজমা রশীদের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজৈর ঈদগাহ মাঠে এক নির্বাচনী পথসভার আয়োজন করা হয়।
এ পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, মাদারীপুর পৌরসভার মেয়র খালিদ হোসেন ইয়াদ প্রমূখ। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে’র সঞ্চালনায় পথসভায় সভাপতিত্ব করেন রাজৈর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান। পথসভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা।
বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি