করোনা ভাইরাস মোকাবিলায় ফেনীতে জনসাধারণের মাঝে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে ফেনীতে জনসাধারণের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ হাত ধোয়ার  সাবান বিতরণ কর্মসূচি পালন করেছে ফেনী পৌরসভা। রোববার (২২ নভেম্বর) সকালে শহরের ট্রাংক রোডস্থ দোয়েল চত্বর মোড়ে পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমটির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: গোলাম জাকারিয়া, পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার। সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি – এই স্লোগানে কর্মসূচিতে আরো অংশ নেন পৌরসভার কাউন্সিলরবৃন্দ, স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনুষ্ঠিত কার্যক্রমে প্রায় ৫০ হাজার পিস মাস্ক, ২৫ হাজার হ্যান্ড স্যানিটাইজার ও ২০ হাজার পিস সাবান বিতরণ করা হবে। এসময় জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন,  করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনগণকে সচেতন থাকতে হবে।মাস্ক ছাড়া বাইরে চলাফেরা করা যাবে না। জনগণের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে এ কর্মসূচি একটি ভালো উদ্যোগ।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন