বিরামপুরে ৯.২৬ একর সরকারি জমি উদ্ধার

দিনাজপুরের বিরামপুরে ৯.২৬ একর সরকারি জমি উদ্ধার, উদ্ধারকৃত জমি বাংলাদেশ সরকার পক্ষে জেলা প্রশাসক নামে ১ নং খাস খতিয়ানভূক্ত  সম্পত্তি। উদ্ধারকৃত জমি খানপুর ইউনিয়ন ভূমি অফিসের, কুর্শাখালী মৌজার ৭,১১ ও প্রয়াগপুর মৌজার ১২৯১ নং দাগের সম্পত্তি। উদ্ধারকৃত জমিতে সহকারী কমিশনার (ভূমি), মুহসিয়া তাবাসসুম মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত জমিতে লাল পতাকা স্হাপন করেন। মোঃ ফয়জার রহমান,সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, বিরামপুর,দিনাজপুর ও মোঃ জিয়াউর রহমান , ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, খানপুর ইউনিয়ন ভূমি অফিস, বিরামপুর,দিনাজপুর, আরও ছিলেন মোঃ মাসুদ রান,  চেইনম্যান, উপজেলা ভূমি অফিস, বিরামপুর,দিনাজপুর ও মোঃ আবুল কাশেম,  অফিস সহায়ক, খানপুর ইউনিয়ন ভূমি অফিস, বিরামপুর,দিনাজপুর।  উদ্ধারকৃত জমি বিরামপুর উপজেলার ৪০০ ভূমিহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করবে, বাংলাদেশ সরকার।

বার্তা প্রেরক
মাসুদ রানা
বিরামপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন