তেতুলিয়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত

“বঙ্গবন্ধুর দর্শণ-সমবায়ের উন্নয়ন” এবারের এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেতুলিয়ায় পালিত হয়েছে ৪৯তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু। সমবায় অফিসার ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া, পল্লী উন্নয়ন ও সমবায় চেয়ারম্যান হাসান আলী। এছাড়া আরো বক্তব্য রাখেন কৃষি খামার চা চাষী সমবায় সমিতির এ্যাড. রফিকুল ইসলাম, শিকফা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির কবির হোসেন, রংধনু সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতির মাহবুবুর রশিদ মিল্টন, মৎস্যজীবি সমবায় সমিতির আব্দুস সামাদ, হিমালয় ক্ষুদ্র ব্যবসায়ী উন্নয়ন সমবায় সমিতির ইসাহাক আলী, ব্যবসায়ী সমবায় সমিতির আজিজুল হক, হকার্স কল্যান সমবায় সমিতির বিল্লাল হোসেন, আইপিএম কৃষক সমবায় সমিতির সাইদুর রহমান, বাজার সমবায় সমিতির জাহাঙ্গীর আলম । উপজেলা সমবায় অফিসার ফারুক হোসেন জানান, ২০০টি সমিতি রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে প্রায় ৮০ টি সমিতিতে তাদের সদস্যদের আর্থ সামাজিক উন্নয়নে  ১৭ কোটি ৫৪ লক্ষ টাকার ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

বার্তা প্রেরক
জাবেদুর রহমান জাবেদ
তেতুলিয়া প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন