কালকিনিতে কলেজ শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মাদারীপুরে কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১ নভেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসের সামনে আয়োজিত এ মানববন্ধন ও প্রতিবাদ সভায় অংশগ্রগণ করেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বঙ্গবন্ধু সৈনিক লীগের কালকিনি উপজেলা শাখার সভাপতি দিদার মোল্লা ইতিহাস বিভাগের প্রভাষক আরিফুর রহমানের উপর শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কলেজের সামনে হামলা চালায়।

মানববন্ধনে শিক্ষকরা ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষী দিদার মোল্লাকে গ্রেফতার দাবি করেন বলেন, কলেজের অধ্যক্ষ মো. হাসানুল সিরাজীর ইন্ধনে বহিরাগত দিদার মোল্লা এ ন্যাক্করজনক হামলা চালিয়েছেন। কলেজের অধ্যক্ষের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছে সেই আন্দোলনকে নস্যাৎ করার জন্য তিনি দিদার মোল্লাকে দিয়ে এ হামলা চালিয়েছেন।

এসময় শিক্ষকরা দিদার মোল্লার গ্রেফতার ও অধ্যক্ষ হাসানুল সিরাজীর পদত্যাগ দাবি করেন। এ ঘটনায় কালকিনি থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষক আরিফুর রহমান।

বার্তা প্রেরক
মাসুদ রেজা ফিরোজী
মাদারীপুর প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন