ফেনীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

“ সাদাছড়ির উন্নতি, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির অগ্রগতি ” –  এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের মিজান রোডের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় মিলনায়তনে জেলা প্রশাসন,জেলা সমাজসেবা কার্যালয় এবং ফেনী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান।

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাকারিয়া ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহীদ উল্ল্যাহ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা আবুল হোসাইন মোহাম্মদ উল্যাহ মাহমুদ।

 

আলোচনায় বক্তারা, সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করা এবং সমাজের বিত্তবান যারা রয়েছেন তাদেরকে প্রতিবন্ধীদের সহযোগীতায় এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি,দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক
শেখ আশিকুন্নবী সজীব
ফেনী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন