আটোয়ারীতে চুরি যাওয়া মালামাল উদ্ধার!! আটক- ২

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ আটোয়ারীতে চুরি যাওয়া মালামাল উদ্ধার করেছে আটোয়ারী থানা পুলিশ। শনিবার সন্ধায় আটোয়ারী থানার এসআই দীপেন্দ্রনাথ শিংহ সংঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক ঝাটিকা অভিযান চালিয়ে উপজেলার ছোটদাপ এলাকা থেকে চুরি যাওয়া মালামাল সহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে আটককৃত মির্জাপুর ইউনিয়নের কলিকাপুর গ্রামের জুয়েল দাস এর পুত্র শুভ দাস (১৯), তোড়িয়া ইউনিয়নের সুখ্যাতি গ্রামের মৃতঃ কলিম উদ্দীনের পুত্র মোঃ ফরিদুল ইসলাম (২১) দুজনকে পঞ্চগড় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

বাদীর অভিযোগ ও থানা সুত্রে জানাগেছে, গত ২৪ তারিখ দিবাগত রাতে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের দুটি গালামল দোকানে চুরি হয়। দোকানের মালিক সুমন দাস বাদী হয়ে আটোয়ারী থানায় মামলা রুজু করেন। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন জানান, দোকান চুরি যাওয়ার পর থেকে আমরা চোরদের ধরতে বদ্ধ পরিকর ছিলাম, পরে বিস্তারিত জানতে পারলে থানার সেকেন্ড অফিসার চোরাইকৃত মালামাল উদ্ধার সহ দুজনেকে আটক করে থানায় নিয়ে আসে। আসামীদের পঞ্চগড় আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা প্রেরক
এ রায়হান চৌধুরী রকি
আটোয়ারী প্রতিনিধি

মন্তব্য করুনঃ

আপনার মন্তব্য লিখুন!
এখানে আপনার নাম লিখুন